Top

ওষুধের চেয়েও বেশি প্রয়োজন একটা সঠিক ডায়েট প্ল্যান এবং ভাল লাইফস্টাইল ম্যানেজমেন্ট

Sajal’s Diet Falsafa / Success Stories  / ওষুধের চেয়েও বেশি প্রয়োজন একটা সঠিক ডায়েট প্ল্যান এবং ভাল লাইফস্টাইল ম্যানেজমেন্ট

ওষুধের চেয়েও বেশি প্রয়োজন একটা সঠিক ডায়েট প্ল্যান এবং ভাল লাইফস্টাইল ম্যানেজমেন্ট

জাহেদা মান্নান আন্টি, বয়স ৭২, আমার নারী রোগীদের মধ্যে সবচেয়ে প্রবীন তিনি।
৪০ বছর ধরে ক্যালসিয়াম নিয়েছেন, বহু বপছর ধরে নিয়েছেন ইনসুলিন, কয়েকদফা ল্যাপারোস্কপি হয়েছে তার, সাথে আছে আইবিএসও।
প্রথমবার এসে বিশ্বাসই করেন নি, ইনসুলিন ছাড়াই তার ডায়বেটিস নিয়ন্ত্রনে থাকা সম্ভব।
এখন তিনি জানেন, এটা অসম্ভব কিছু নয়। এই ৭২ বছর বয়সেও জাহেদা আন্টির ডায়বেটিস নিয়ন্ত্রনে আছে ইনসুলিন ও কোন ওষুধ ছাড়াই। ক্যালসিয়াম অফ হয়ে যাওয়ার পর কমে গেছে গ্যাসের সমস্যাও।
ডাক্তার মনে করেছিলেন তাকে কিটো ডায়েট করানো হয়েছে, বাস্তবে তাকে দেয়া হয়েছে একটা মেডিটেরেনিয়ান ডায়েট। লো ক্যালরি ডায়েট এবং কিটো ছাড়াও অনেকগুলি থেরাপিউটক ডায়েটের মাধ্যমে ইনসুলিন ছাড়াই টাইপ টু ডায়বেটিস রোগীদের এক বিরাট অংশের ব্লাড সুগার কন্ট্রোল করা যায় তা নিয়ে চিকিৎসকদের মাঝে সচেতনতা জরুরী।
এখন আমরা কাজ করছি ওনার বোন হেলথ, গাট হেলথ ও ব্লাড প্রেসার নিয়ে।
জাহেদা আন্টির মত অনেকেই আছেন, যাদের ওষুধের চেয়েও বেশি প্রয়োজন একটা সঠিক ডায়েট প্ল্যান এবং ভাল লাইফস্টাইল ম্যানেজমেন্ট।
ডায়বেটিস নিয়ন্ত্রনের কৌশলগুলো জানতে পেইজের ইন্টারমিটেন্ট ফাস্টিং ভিডিওগুলি দেখুন। সামনে আরো নতুন ভিডিও আপলোড দেয়া হবে ইনশা আল্লাহ।
সবাই জাহেদা আন্টি এবং ওনার মত আমাদের মুরুব্বী যারা আছেন তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।

Share
sadia