Top

বিয়ের আগেই নিজের শারীরিক গড়নকে মাতৃত্বের উপযোগী করুন

Sajal’s Diet Falsafa / Pregnancy & Postpartum  / বিয়ের আগেই নিজের শারীরিক গড়নকে মাতৃত্বের উপযোগী করুন

বিয়ের আগেই নিজের শারীরিক গড়নকে মাতৃত্বের উপযোগী করুন

বিশেষভাবে মেয়েদের জন্য।

ডানদিক থেকে ১ম ও ২য় বডি শেইপটা যদি আপনি হন, এবং আপনার কোমরের মাপ যদি নিতম্বের মাপের ৭৫% এর বেশি না হয়, এবং আপনার হিপ, থাই ও ওয়েস্টে যথেষ্ট মাসল থাকে তবে আপনি সেইফ ন্যাচারাল ডেলিভারির জন্য শারীরিকভাবে সক্ষম হওয়ার সম্ভাবনা খুবই বেশি।

নারীদের শারীরিক গড়নকে সবসময়ই জীববিজ্ঞানীরা উর্বরতার সাথে গভীরভাবে জড়িত বলে মনে করেছেন, এখনো করেন।

তথাকথিত ফিগার জিরো বা প্লাস সাইজ ফিগার আপনার কাপড় পরাকে সহজ করবে বটে, কিন্তু সন্তান জন্মদানের জন্য তা ঝুকির সৃষ্টি করে। এর প্রধান কারন মেয়েদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের এনাটমি।

অনেকেই ন্যাচারাল ডেলিভারি কমে যাওয়ার জন্য একচেটিয়া ডাক্তারদের দোষারোপ করেন, কিন্তু বিষয়টা অনেকটাই জটিল। ঢালাওভাবে কোন একপক্ষকে সম্পুর্ন দোষ না দিয়ে আমাদের একটু ভেতরকার কারনগুলো বুঝতে চেষ্টা করা উচিত।

প্রেগন্যান্সির আগে, সম্ভব হলে বিয়ের আগেই নিজের শারীরিক গড়নকে মাতৃত্বের উপযোগী করুন।

Share
admin