Top

বেশিরভাগ বাবা-মা একেকজন স্ট্রেস ফ্যাক্টরি হয়ে ওঠেন কেন?

Sajal’s Diet Falsafa / Sleep, Stress, Mental Health  / বেশিরভাগ বাবা-মা একেকজন স্ট্রেস ফ্যাক্টরি হয়ে ওঠেন কেন?

বেশিরভাগ বাবা-মা একেকজন স্ট্রেস ফ্যাক্টরি হয়ে ওঠেন কেন?

আমাদের দেশে মোটামুটি ৪-৫ বছর বয়স থেকেই পড়াশোনায় ভাল করার জন্য শিশুদের চাপে রাখার একটা সংস্কৃতি চলে। কারন বাবা মায়েরা মনে করেন, পরীক্ষায় বেশি নম্বর পেয়ে ক্লাসে ফার্স্ট সেকেন্ড হলে পরে ভাল ইউনিভার্সিটিতে পড়ার বা ডাক্তার-ইঞ্জিনিয়ার-ব্যারিস্টার হওয়া যায়(যে সব পেশায় প্রচুর অর্থ বলে অধিকাংশ বাংলাদেশী বাবা মায়েরা মনে করেন)। আজকাল আবার বাজার দরের শীর্ষে আছে বিসিএস ক্যাডাররা।

আমার কাছে মনে হয় না, সবচেয়ে বেশি পড়াশোনা সবচেয়ে বেশি অর্থ উপার্জনের গ্যারান্টি দিতে পারে। বরঞ্চ সবচেয়ে বেশি পড়াশোনা যারা করে তাদের অধিকাংশই প্রায় পুরোটা জীবন মধ্যবিত্ত থেকে যায়।

অর্থ উপার্জনের জন্য যতটুকু পড়াশোনা প্রয়োজন, তারচেয়ে আমরা অনেক বেশি গুরুত্ব দেই পরীক্ষায় ভাল নম্বর পাওয়াকে। কিন্তু সাধারনত জগতে যা ঘটে, মাঝারি গ্রেড পাওয়া, কিন্তু দারুন বুদ্ধিমান আর লাইফ স্কিলে ভাল ছাত্ররা দিনশেষে সেরা ব্যবসায়ী হয়ে ওঠে আর তাদের প্রতিষ্ঠানে চাকরি করে ওপরের দিকের গ্রেড পাওয়া মেধাবী ছাত্ররা।

এই বাস্তবতাটা না বুঝেই বেশিরভাগ বাবা মায়েরা একেকজন স্ট্রেস ফ্যাক্টরি হয়ে ওঠেন।

স্ট্রেস আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে একেবারে। মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করে তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন, ক্যারিয়ারে ভাল করার ইদুর দৌড় কিভাবে মানুষকে অমানুষ বানাচ্ছে।

Share
admin