ভালোবাসা পেতে সুদৃঢ় করুন নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থা
পুরুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে ভালোবাসা পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়।
ব্যাপারটা কি??
ব্যাপারটা হচ্ছে, নারীদের মস্তিষ্ক হাজার হাজার বছর ধরে তৈরি হয়ে এসেছে তার প্রতি আগ্রহী পুরুষদের রোগ প্রতিরোধ ব্যবস্থা, গাট মাইক্রোবায়োম এবং জিনেটিক ডিজাইন এনালাইজ করার জন্য। বিশেষভাবে, ওভুলেশনের সময়টা অর্থাৎ রজচক্রের ১২-১৫ দিনের সময়টা নারীদের মস্তিষ্ক আশেপাশে থাকা পুরুষদের ঘামের গন্ধ, চোখের নড়াচড়া ও চলনভঙ্গির মাধ্যমে এমন পুরুষের অনুসন্ধান করেন, যার রোগ প্রতিরোধ ক্ষমতা তার চেয়ে শক্তিশালী(সাধারনত নারীদের ন্যাচারাল ইমিউনিটি পুরুষদের চেয়ে শক্তিশালী), গাট মাইক্রোবায়োম তার গাট মাইক্রোবায়োমের সম্পুরক এবং জিনেটিক ডিজাইন তার জিনেটিক ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
এটা খোজার অন্যতম প্রধান কারন হচ্ছে সুস্থ সন্তান উৎপাদন ও নিরাপত্তা।
এজন্য, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ও দুর্বল গাট মাইক্রোবায়োম সম্পন্ন পুরুষকে তাই অতি সহজেই নারীরা শনাক্ত করতে পারেন এবং প্রায়ই তাদেরকে প্রত্যাখ্যান করা হয়।
ভালোবাসা পেতে তাই সুদৃঢ় করুন নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে।