মেহনাজ খাতুনের ফ্যাটি লিভার থেকে মুক্তি
মেহনাজ খাতুন গত মে মাসে প্রথম অনলাইনে এপয়েন্টমেন্ট নেন গ্রেড থ্রি ফ্যাটি লিভারে আক্রান্ত অবস্থায়।
তার পুত্রবধু নওরিন এর দেড় মাস আগে এপয়েন্টমেন্ট নিয়ে দেড় মাসে ১১ কেজি ওজন কমিয়ে ফেলেন, তাই তিনি চিন্তা করেন শ্বাশুড়িকে বুঝিয়ে শুনিয়ে দেখিয়ে ফেলতে হবে।। ডাক্তার বলে দিয়েছেন ওজন কমাতে, নাহয় কোন উপায় নেই।
৫ ফুট ১ ইঞ্চি উচ্চতার মেহনাজের ওজন ছিল ৭০, প্রচন্ড হতাশা ও বিষন্নতায় ভুগতেন তিনি, সেইসাথে ছিলেন ডায়বেটিক।
গত ৬ মাস অত্যন্ত নিখুতভাবে ডায়েট করে তিনি এখন ফ্যাটি লিভার থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। লিভারে কিছু স্টিফনেস আছে, এগুলো নিয়ম মেনে চললে সময়ের সাথে সাথে চলে যাবে ইনশা আল্লাহ।
মিসেস মেহনাজের হৃদপিন্ড ও লিভার দুটোই বড় হয়ে গেছিল যাকে বলে কার্ডিওমেগালি ও হেপাটোমেগালি। হেপাটোমেগালি ইতোমধ্যেই ভাল হয়ে গেছে, কার্ডিওমেগালি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলে আশা রাখি, ইনশা আল্লাহ।
এখন ওনার ওজন ৬১ কেজি। আমার লক্ষ্য ওনার ওজন ৫০ কেজিতে নিয়ে যাওয়া। তবে ওনাকে বেশ কিছু ভিটামিন-মিনারেল থেরাপি দিতে হয়েছে যেকারনে ওনার উন্নতি বেশি দ্রুত হয়েছে। ফাইব্রোস্ক্যান মিডিয়ান এখন মাত্র ১৭৮।
এই ভদ্রমহিলার সাথে আমি বেশ কঠোর আচরন করেছি। তাকে এবছর পবিত্র উমরাহ করতে যেতে দেই নি, খুব কষ্ট পেয়েছেন বুঝতেও পেরেছি।
কিন্তু এখন তিনি সুস্থ ফ্যাটি লিভার থেকে, যা কয়েক মাস আগেও তার প্রানভয়ের কারন ছিল।
এখানে আমি বিশেষভাবে ধন্যবাদ দেবো তার পুত্রবধু শারমিনকে।
এমন ছেলের বউদের কথা মিডিয়ায় আসা উচিত। আল্লাহ তাকে সর্বোত্তম প্রতিদান দিন।