মোস্তফা সাহেবের সাহস ও সুস্থ হওয়ার ইচ্ছাশক্তির গল্প
মাস দুই আগে চেম্বারে এলেন অস্ট্রেলিয়াফেরত একজন ব্যবসায়ী, মোস্তফা সাহেব। বয়স ৬৮, ওজন ৬২-৬৩ এর মত, ডায়বেটিসে আক্রান্ত ২৫ বছর যাবত।
২০২০ সালে উনি অস্ট্রেলিয়া গেছিলেন ছেলের কাছে।এর আগে ওনার ডায়বেটিস ছিল আনকন্ট্রোল্ড। একাধিকবার হার্টে রিংও পরাতে হয়েছে, গলব্লাডার রিমুভ করতে হয়েছে সার্জারী করে।
দেশে কোনভাবেই ডায়বেটিস নিয়ন্ত্রনে না আসায় দিনে ৩০ ইউনিটের বেশি ইনসুলিন ব্যবহার করতেন তিনি। অস্ট্রেলিয়া গিয়ে লো কার্ব ডায়েট আর জিম শুরু করার পর তিনি ইনসুলিন ছেড়ে দিতে সক্ষম হলেন। তখন তার বয়স ৬৬।
কিন্তু দেশে আসার কিছুক্ষনের মধ্যেই মোস্তফা সাহেবের ডায়বেটিস আবারও লাগামছাড়া হয়ে গেল। তিনি বাধ্য হলেন বাড়তি ইনসুলিন নিতে এবং এর সাথে ডায়বেটিক মেডিসিনও নিতে। ধীরে ধীরে বাড়তে লাগলো ব্লাড প্রেসারও।
ওনাকে আমি বললাম, আমরা চেষ্টা করে দেখি, যেহেতু অনেক পুরানো ডায়বেটিস, এখনই বলা যাচ্ছে না ভালো হবে কিনা। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আপনি পরিশ্রম করতে রাজি কিনা আংকেল??
উনি বললেন, আমি ইনসুলিন ছাড়তে চাই। সেজন্য যা যা করা দরকার আমি করতে চাই। আপনি আমাকে ম্যানেজমেন্ট দিন।
আমি বললাম, আল্লাহ ভরসা।
দেড় মাস পর উনি আবার এলেন পরশু দিন।
ডায়বেটিসের ওষুধ খেতে হচ্ছে না এখন, ইনসুলিনও ছেড়ে দিয়েছেন। প্রেসারও ওষুধ ছাড়াই স্বাভাবিক।
আমার মন ভাল হয়ে গেল। বয়স্ক রোগীদের যখন এমন উদ্যমী দেখি, মনে হয় তাদের জন্য আমার সাধ্যের ভেতর যত কিছু করা সম্ভব সব আমি করবো।
এই দফা মোস্তফা আংকেলকে আমি ১৮ ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং দিলাম।
ওয়ার্ক আউট বাড়ছে ধীরে ধীরে, বদলাচ্ছে সাপ্লিমেন্ট রেজিমেন।
আমি জানি, পরেরবার তিনি আরো উন্নতি করে ফিরবেন।
বয়স বাড়ার সাথে সাথে মানুষের সাহস ও ইচ্ছাশক্তি, শেখার ইচ্ছা কমতে থাকে। কিন্তু বয়সের সাথে বাড়ে অভিজ্ঞতা ও চিন্তার গভীরতা।
এর সাথে যাদের ইচ্ছাশক্তি যুক্ত হয়, তাদেরকে থামানো খুবই কঠিন।
আমি ৭৭ বছর বয়সী রোগীকেও ইনসুলিন-মেডিকেশন ছাড়াই ডায়েটের মাধ্যমে ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখতে দেখেছি। কিন্তু তার ডায়বেটিস রিভার্স হয় নি।
মোস্তফা সাহেবের ডায়বেটিস রিভার্স করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশা আল্লাহ। একজন বাবার বয়সী মানুষ যখন পরম নির্ভরতায় প্রানপন চেষ্টায় নামেন ডায়বেটিসকে পরাজিত করতে, তাকে সাহায্য করতে মন থেকেই ইচ্ছা হয়।
আল্লাহ ভাল রাখুক আমাদের এই সাহসী মুরুব্বীদের!!