Top

রিক্তা আপুর প্রেগন্যান্সি জার্নি এবং সাকসেসফুল ন্যাচারাল ডেলিভারি

Sajal’s Diet Falsafa / Success Stories  / রিক্তা আপুর প্রেগন্যান্সি জার্নি এবং সাকসেসফুল ন্যাচারাল ডেলিভারি

রিক্তা আপুর প্রেগন্যান্সি জার্নি এবং সাকসেসফুল ন্যাচারাল ডেলিভারি

৫ ফুট উচ্চতার ২৫ বছর বয়সী রিক্তা যখন প্রথম ফলো-আপ নিয়েছিলেন তখন তার ওজন ছিলো ৪৮ কেজি, প্রেগন্যান্সির তখন ১৫ সপ্তাহ চলে। পেট ফাঁপা, অরুচি, হাইপোটেনশন শারীরিক দুর্বলতা, মাথা ঘোরানো সাথে ছিলো লো-ব্যাকপেইন।
আমাদের লক্ষ্য ছিলো পরের ২৩ সপ্তাহের মধ্যে প্যাশেন্টের ১০ কেজি ওজন বাড়ানো এবং অন্যান্য সমস্যাগুলো কমিয়ে আনা।
আলহামদুলিল্লাহ ১১ই মার্চ ৩৪ সপ্তাহে যখন রিক্তা ২য় বারের মতো ফলো-আপে এলেন, তখন তার ওজন হলো ৫৬ কেজি এবং হাতে পায়ে কিছুটা ক্র্যাম্প ছাড়া আর কোনো সমস্যাই ছিলো না।
আলহামদুলিল্লাহ রমযান মাসের ২২ তারিখে ফজরের সময় আপু ন্যাচারাল ডেলিভারির মাধ্যমে মা হয়েছেন।
রিক্তার ভাষ্যমতে বাবু মাশাআল্লাহ হৃষ্টপুষ্ট হয়েছে।
Share
tanzima