শীত শুরু, চলুন সবাই লো কার্ব ডায়েট-ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করি
April 12, 2023
0
শীতকাল ফ্যাট লস-মাসল বিল্ডিং-টেস্টোস্টেরন বুস্টিং-পিসিওএস ডিজলভিং-ডায়বেটিস রিভার্স একদম সবকিছুর জন্য সেরা সময়, কারন বছরের সবচেয়ে দরকারী খাবারগুলো এই সময়টায় বাজারে এভেইলেবল থাকে।
কম দামে তাজা টাটকা শাকসবজি!!
গ্রুপে আমরা একটা লো কার্ব ডায়েট-ইন্টারমিটেন্ট ফাস্টিং ওয়েট লস-ডায়বেটিস প্রোগ্রাম শুরু করতে চাই। আমরা চাই সবাই শিখুক কিভাবে স্বাস্থ্যকর উপায়ে লাইফস্টাইল চেঞ্জ করে ওয়েট লস-ডায়বেটিস ম্যানেজমেন্ট করতে হয়। ২ ঘন্টার একটা ভিডিও কনফারেন্সে সবাইকে বুঝিয়ে দেয়া হবে কিভাবে ফিট থাকতে হবে।
কোন ফলো আপ থাকবে না, জাস্ট ভিডিও কনফারেন্স, সাথে হয়তো থাকবে একটা পিডিএফ গাইডলাইন।
শীত শেষ হয়ে গেলে সবজির দাম বেড়ে যাবে, লো কার্ব করাও কঠিন হয়ে যাবে। অতএব সময় এখনই।