ইনসুলিন রেজিস্ট্যান্স পিসিওস কী?
ইনসুলিন রেজিস্ট্যান্ট পিসিওএস এক ধরনের পিসিওএস, যা মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হয়।
এধরনের পিসিওএস প্যাশেন্টদের ওজন সাধারনত মাঝারি থেকে বেশির দিকে থাকে, গড়ে ৫৫-৮০ কেজির ভেতরে থাকে থাকে।
একজন প্যাশেন্ট ইনসুলিন রেজিস্ট্যান্ট যখন হয় তখন তার শরীর স্বাভাবিকভাবে ইনসুলিন বা গ্লুকোজ কোনটাই ব্যবহার করতে পারে না। ফলে রক্তে বাড়তি গ্লুকোজ ও ইনসুলিন দুটোই থেকে যায়। এই বাড়তি ইনসুলিন থেকে রোগীর শরীরের লুটেনাইজিং হরমোনের স্বাভাবিক মেটাবলিজম বাধাগ্রস্ত হয়। এভাবেই ধীরে ধীরে দেখা যায় ওজন যতই বাড়ে মেন্সট্রুয়াল সাইকেল ততই লম্বা হতে থাকে।(1)
সাধারনত ইনসুলিন রেজিস্ট্যান্ট পিসিওএস যাদের থাকে তাদের নিতম্ব নারীসুলভ উচু না হয়্র অনেকটা সমান বা নিচু ধরনের হয়ে থাকে। এধরনের পিসিওএসে রোগীর হাতে পায়ে জ্বালাপোড়া এবং ঠোটে-থুতনিতে বাড়তি লোম থাকার সম্ভাবনা বেশি থাকে। এই টাইপ পিসিওএসে রোগীর ওজন এক জায়গায় আটকে থাকার ঘটনা বেশি দেখা যায়।(2)
ইনসুলিন রেজিস্ট্যান্ট পিসিওএসের জন্য সবচেয়ে কার্যকর হচ্ছে ফাস্টিং, বি ভিটামিন, ক্রোমিয়াম ও ইনোসিটল।
এধরনের পিসিওএস থেকে সুস্থ হতে শরীরের ফ্যাট মোট ওজনের অন্তত ২৫% এর ভেতরে নামিয়ে আনতে হয়।