Top

গর্ভাবস্থায় সিম্যাগ প্রোটোকলে থাকুন, সুস্থ ও বুদ্ধিমান শিশুর জন্ম দিন প্রাকৃতিক উপায়ে

Sajal’s Diet Falsafa / CMag Baby  / গর্ভাবস্থায় সিম্যাগ প্রোটোকলে থাকুন, সুস্থ ও বুদ্ধিমান শিশুর জন্ম দিন প্রাকৃতিক উপায়ে

গর্ভাবস্থায় সিম্যাগ প্রোটোকলে থাকুন, সুস্থ ও বুদ্ধিমান শিশুর জন্ম দিন প্রাকৃতিক উপায়ে

শীত পেরিয়ে বসন্ত আসছে, এদিকে দুনিয়ায় আসতে শুরু করেছে আরও কয়েকজন সিম্যাগ শিশু…আগামী সপ্তাহেই কয়েকজন মায়ের ডেলিভারি। আল্লাহ তাদের হেফাজত করুন।

গত মাসে ৬ জনসহ মোট ৭ জন সিম্যাগ শিশুর খবর পেলাম এবছর, যাদের মায়েরা আমার তত্ত্বাবধানে থেকে সিম্যাগ প্রোটোকল সম্পন্ন করেছেন। আরো কয়েকজন মা তাদের প্রেগন্যান্সির শেষদিকে চলে এসেছেন।

তিনজন বাদে এখন পর্যন্ত সবগুলো ডেলিভারিই হয়েছে নরমাল, এবং সব মা-ই আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছেন।

সিম্যাগ শিশুদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা, ভাল হজমশক্তি এবং বয়সের চেয়ে দ্রুত বেড়ে ওঠা বুদ্ধি ও চঞ্চলতা।

ভিটামিন সি জড়িত আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা, রক্ত চলাচল ব্যবস্থা, হাড়, ত্বক, চুল ও দাতের গঠন, কোলাজেন তৈরি এবং স্নায়ু, চোখ ও মস্তিষ্কের গঠনের সাথে।

Vitamin C during pregnancy | BabyCenter

পাশাপাশি ম্যাগনেসিয়াম জড়িত আমাদের দেহের প্রায় আটশো জৈবরাসায়নিক বিক্রিয়ায়।

ভিটামিন সি ও ম্যাগনেসিয়ামের পাশাপাশি সিম্যাগ প্রোটোকলে আমি প্রয়োগ করছি আরো এক ডজন নিউট্রিয়েন্ট, অত্যন্ত সুপরিকল্পিত উপায়ে, যা মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন এবং ন্যাচারাল ডেলিভারিতে এনে দিচ্ছে বাড়তি সুবিধা।

গর্ভাবস্থায় সিম্যাগ প্রোটোকলে থাকুন, সুস্থ ও বুদ্ধিমান শিশুর জন্ম দিন প্রাকৃতিক উপায়ে।

রোগে কাবু দুর্বল ভবিষ্যত নয়, আমি স্বপ্ন দেখি এক শক্তিশালী ভবিষ্যতের যারা রোগকে পরাজিত করতে জানবে।

Share
admin