Top

প্রেগন্যান্সিতে যাওয়ার আগে লক্ষ্যণীয় বিষয়!

Sajal’s Diet Falsafa / Pregnancy & Postpartum  / প্রেগন্যান্সিতে যাওয়ার আগে লক্ষ্যণীয় বিষয়!

প্রেগন্যান্সিতে যাওয়ার আগে লক্ষ্যণীয় বিষয়!

২৫ বছর বয়সের পর যেসব বোনেরা সন্তান নিতে চান প্রেগন্যান্সি প্ল্যানের আগে কয়েকটা ছোট ছোট কাজ করাবেন।

১) মায়ের একটা হোল এবডোমেন/লোয়ার এবডোমেন আল্ট্রাসনোগ্রাফি

২) মায়ের ওজন দেখা

৩) মায়ের পেটে বাড়তি মেদ থাকলে ৪-৬ মাস ইন্টারমিটেন্ট ফাস্টিং করানো(আমার পেইজের ভিডিও সেকশন বা আমার ইউটিউব চ্যানেল চেক করবেন)

৪) রাতে ১১টার মধ্যে ঘুমের অভ্যাস করানো।

যাদের সামর্থ্য আছে তারা TSH, Anti TPO, Anti TG/Anti Microsomal, Progesterone(P-4), Vitamin D, CBC এগুলি করিয়ে নিয়েন।

আপনারা অনেকেই অতিরিক্ত ওজন/পিসিওএস/ফাইব্রয়েডস/তীব্র হরমোনাল ইমব্যালেন্স নিয়ে প্রেগন্যান্সিতে যান, এরপর অনেকেরই মিসক্যারেজ হয়, অথবা দেখা যায় প্রিএক্ল্যাম্পশিয়া/এক্ল্যাম্পশিয়া হয়ে একেবারে আইসিইউ ঘুরে আসছেন।

গত ছয় মাসে ডজনখানেক মৃত্যু, বিশটার বেশি আইসিইউ ঘুরে আসা এবং একশোর ওপর মিসক্যারেজ দেখলাম। সব প্যাশেন্টের প্রেগন্যান্সির আগে হয় ওভারওয়েট/ডায়বেটিস/হাইপারটেনশান নয় সিস্ট/ফাইব্রয়েডসের হিস্ট্রি ছিল।

একটু খেয়াল করে ওপরে যা লিখেছি তা করে এরপর প্রেগন্যান্সির চিন্তা করাটাই ভাল।

Share
admin