Top

ডায়বেটিক প্যাশেন্টদের জন্য ইনসুলিন ই কি শেষ সিদ্ধান্ত?

Sajal’s Diet Falsafa / Diabetes  / ডায়বেটিক প্যাশেন্টদের জন্য ইনসুলিন ই কি শেষ সিদ্ধান্ত?

ডায়বেটিক প্যাশেন্টদের জন্য ইনসুলিন ই কি শেষ সিদ্ধান্ত?

ইনসুলিন ডায়বেটিস ম্যানেজমেন্টের একটা ছোট্ট অংশ মাত্র। ইনসুলিনকে ব্যবহার করা যায় কেবলমাত্র জরুরী ও সাময়িক উপায় হিসেবে, যদি অন্যান্য উপায় কাজ না করে।

ডায়বেটিস ম্যানেজমেন্টের সাথে ভুমিকা আছে, ১)ভিটামিন বি১, বি২ ও বি৬, ২)ম্যাগনেসিয়াম, ৩)পটাসিয়াম, ৪)মেথি, ৫)এপল সিডার ভিনেগার, ৬)মরিঙ্গা(সজনের গুড়া) ৭)আলফা লাইপোয়িক এসিড ও ৮)ভিটামিন সি ও ৯)গ্লুটাথায়োনের।(1)

এই জায়গাগুলিতে কাজ না করা রোগীকে পারমানেন্টলি ইনসুলিন ধরিয়ে দেয়া একপ্রকার আত্মঘাতী সিদ্ধান্ত।

ইনসুলিন ব্যবহারের ফলে পৃথিবীতে ডায়বেটিক প্যাশেন্টের সংখ্যা কমে আসার কথা ছিল, হয়েছে উল্টোটা। কারন টাইপ টু ডায়বেটিসের সমাধান ইনসুলিনে না, ইনসুলিন রেজিস্ট্যান্স ম্যানেজমেন্টে। (2)

ডায়বেটিস কমানোর সাথে লো ফ্যাট ডায়েটের কোন সম্পর্ক নেই, সম্পর্ক আছে লো কার্ব ডায়েটের।

টাইপ ওয়ান ডায়বেটিস নিয়ন্ত্রন করতে ইনসুলিনের প্রয়োজন হয়, কিন্তু দেশের প্রায় ৯০% ডায়বেটিক প্যাশেন্ট টাইপ টু ডায়বেটিসে আক্রান্ত।

টাইপ টু ডায়বেটিস নিয়ন্ত্রনের জন্য ইনসুলিন নেয়া কোনমতেই দীর্ঘমেয়াদী সমাধান নয়। ইনসুলিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে যদি রোগীরা জানতেন, আমার মনে হয় না তারা কখনো এটা খুব বেশিদিন ব্যবহার করতেন।

টাইপ টু ডায়বেটিস এমন একটা রোগ, যার জন্ম বাজে লাইফস্টাইল ও স্ট্রেস থেকে এবং সমাধানও লাইফস্টাইল ও স্ট্রেস ম্যানেজমেন্ট থেকে।

মাত্র ৩ থেকে ৬ মাস সময়ে একজন ডায়বেটিস রোগীর পক্ষে সম্ভব হরমোনাল রিসেটের মাধ্যমে শরীরকে ইনসুলিনমুক্ত ডায়বেটিস ম্যানেজমেন্টে নিয়ে যাওয়া সম্ভব৷ এমনকি, কোন কোন ক্ষেত্রে ডায়বেটিস সম্পুর্ন ভাল করে ফেলা সম্ভব, বিশেষ করে রোগীর বয়স যদি ৪৫ এর নিচে হয় এবং ডায়বেটিসের বয়স যদি ৩ বছরের কম হয়।

তাই, আশা হারানোর কিছু নেই, সাহসী হোন, আস্থা রাখুন আল্লাহর ওপর আর চেষ্টা চালিয়ে যান।

Share
admin