Top

ভিটামিন সি এর জন্য সেইফ অপশন কোনটি?

Sajal’s Diet Falsafa / Health  / ভিটামিন সি এর জন্য সেইফ অপশন কোনটি?

ভিটামিন সি এর জন্য সেইফ অপশন কোনটি?

সিভিটের সাথে ভিটামিন সি পাউডারের কিছু বেইসিক তফাত আছে।

নাম্বার ওয়ান, সিভিটে থাকে সুগার।

সুগার আর ভিটামিন সি একই GLUT-4 চ্যানেল ব্যবহার করে কোষের ভেতর ঢোকে। সুগার খাওয়া মানে ভিটামিন সি কোষে ঢোকার পথ বন্ধ হয়ে যাওয়া।

ফলে, সিভিটে বা ক্যাভিক সি’তে যে সোডিয়াম/ক্যালসিয়াম এসকরবেট থাকে, তা আমাদের কোষে ঠিকমত পৌছায় না।

আবার, সোডিয়াম-ক্যালসিয়াম নিজেও ভিটামিন সি’কে বাফার করে। বাফার্ড ভিটামিন সি’র স্ট্রেংথ আনবাফার্ড ভিটামিন সি’র চেয়ে কম।

সর্বশেষ, সোডিয়াম নিজেই আবার সোডিয়াম শাটল ব্যবহার করে কোষে ঢোকে, তাই ভিটামিন সি’র কোষে ঢোকার ঐ পথটাও সংকুচিত হয়ে আসে।

আবার ক্যালসিয়াম হচ্ছে প্রো ইনফ্ল্যামাটরি মলিক্যুল। তাই ক্যালসিয়াম অটোম্যাটিক্যালি ভিটামিন সিকে দুর্বল করে দেয়।

তাই ভিটামিন সি এর জন্য পাউডার ফর্ম টাই সেইফ অপশন।

Share
admin