Top

ব্ল্যাক ফাঙ্গাস ঠেকাতে একদম সহজ সলিউশান, ভিটামিন সি পাউডার!

Sajal’s Diet Falsafa / Vitamin and Minerals  / ব্ল্যাক ফাঙ্গাস ঠেকাতে একদম সহজ সলিউশান, ভিটামিন সি পাউডার!

ব্ল্যাক ফাঙ্গাস ঠেকাতে একদম সহজ সলিউশান, ভিটামিন সি পাউডার!

কালো ছত্রাক ধরা পড়েছে বাংলাদেশে, এটা হয়তো অনেকেই জেনে গেছেন।

কালো ছত্রাক আমাদের স্বাভাবিক অবস্থায় আক্রমন করতে পারে না। কিন্তু যখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে কমে যায় তখন এই কালো ছত্রাক সংক্রমনই হয়ে ওঠে মারনঘাতী অসুখ। ভারতে আক্রান্ত রোগীদের ৪০ শতাংশ থেকে ৮০ শতাংশই এই রোগে মারা যাচ্ছেন।

যারা বেচে যাচ্ছেন অনেকেরই চোখে পচন ধরায় চোখ কেটে ফেলে দিতে হচ্ছে।

ব্ল্যাক ফাঙ্গাস ঠেকাতে একদম সহজ সলিউশান, ভিটামিন সি পাউডার।

কেনেন, পানিতে গুলান, দিনে ছয়বারে ৫০০ মিলিগ্রাম করে মোট তিনবার খান। ছোট দের দিনে ১ গ্রাম খাওয়ান ২৫০ মিলিগ্রাম করে চারবার।

প্রেগন্যান্ট মহিলা ও বৃদ্ধদের দিনে ৫০০ মিলিগ্রাম করে প্রথম দিন ৪ বার, ২য় দিন ৮ বার ও ৩য় দিন থেকে ১২-১৪ বার খাওয়াবেন।

ইনশা আল্লাহ কারোই ব্ল্যাক ফাঙ্গাস হবে না।

আর কেউ যদি শ্বাসকষ্ট-জ্বর-সর্দিকাশি হয় তাহলে তিনি গ্রুপের ফাইলস অপশনে থাকা ARI Guide ফলো করলেই হবে।

সো, ভয় কাটিয়ে স্বাভাবিক জীবনযাপন করুন আর নিয়মিত ভিটামিন সি খান।

Share
admin