Top

সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি -০৫

Sajal’s Diet Falsafa / CMag Baby  / সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি -০৫

সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি -০৫

গত ৩৬ ঘন্টার মধ্যে মোট ৪ জন সিম্যাগ শিশুর পৃথিবীতে আসার খবর পেলাম আলহামদুলিল্লাহ। সবগুলোই ন্যাচারাল ডেলিভারি।
এরমধ্যে আমার এক চাটগাইয়া আলেম ভাই তার প্রথম সন্তানের মুখ দেখলেন, ভাবীর এনোরেক্সিয়া থাকা এবং ওজন কম হওয়ায় আমি বেশ চিন্তার মধ্যেই ছিলাম বিষয়টা নিয়ে। আল্লাহর অশেষ রহমতে বাচ্চার ওজন এসেছে ৩ কেজি ১০০ গ্রাম।
ওদিকে ইউনাইটেড হসপিটালে কর্মরত আমার অত্যন্ত পছন্দের একজন চিকিৎসক ভাইয়ের স্ত্রী দ্বিতীয়বারের মত সিম্যাগ শিশুর জন্ম দিলেন। এর আগের সন্তানটা হয় ২০২০ সালে, সেই সিম্যাগ শিশু চেম্বারে এসেও টুকটাক দুষ্টুমি করে গেছিল। আল্লাহ এই পরিবারে বরকত দিন।
একটু আগে পেলাম আরেকটা ন্যাচারাল ডেলিভারির খবর, এক্ষেত্রে মায়ের বয়স ছিল ৪০ বছর। এই ডেলিভারিটা নিয়েও আমি একটু চিন্তিত ছিলাম, কিন্তু মায়ের কোমর ও নিতম্বের সেফালোপেলভিক প্রোপর্শন চমৎকার থাকায় ন্যাচারাল ডেলিভারি হয়ে গেছে।
এই আপা একজন করপোরেট জব হোল্ডার, প্রথম সন্তান নিয়েছেন ৩৩ বছর বয়সে, এটা তার ২য় সন্তান এবং তিনি সত্যিই খুব খুশি।
রোগ প্রতিরোধ ক্ষমতায় বলীয়ান একটা ইন্টেলিজেন্ট, রেজিলিয়েন্ট জেনারেশান তৈরির স্বপ্নটা বাস্তবে পরিনত করার প্রচেষ্টায় প্রতিনিয়ত এগিয়ে চলেছি আমরা। আমাদের সাথেই থাকুন।

Share
sadia