Top

সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি – ০৮

Sajal’s Diet Falsafa / CMag Baby  / সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি – ০৮

সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি – ০৮

আরও একটা নতুন সিম্যাগ বেবি, মাশা আল্লাহ।
এই বাবুটা অনেক বড়, ৪ কেজি ১০০ গ্রামের পাহলোয়ান। এই স্বাস্থ্য নিয়েও সে ন্যাচারাল ডেলিভারিতে দুনিয়ায় এসেছে।
বাবুর বাবা আমাকে ছবি পাঠালেন গত পরশু।
সে দুনিয়ায় এসেছে ১ তারিখে। বাবুর মায়ের বয়স ৩১, মাত্র ৪৫ মিনিটের লেবার পেইনের পরেই বাবুটা দুনিয়ায় চলে আসে, সুবহানাল্লাহ।
সবাই ওর জন্য দোয়া করবেন, মাশা আল্লাহ লিখতে ভুলবেন না।
বাংলাদেশের মানুষ যখন ন্যাচারাল ডেলিভারি কি তা ভুলতে বসেছিল, তখন থেকেই আমি কাজ শুরু করেছি।
ইনশা আল্লাহ, আগামী পাচ বছর পর দেখবেন ন্যাচারাল ডেলিভারিই হবে ঘরে ঘরে।

Share
sadia