Top

সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি – ১৫

Sajal’s Diet Falsafa / CMag Baby  / সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি – ১৫

সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি – ১৫

সুমাইয়া নারায়নগঞ্জের মেয়ে, বয়স ১৯। যখন সিম্যাগ প্রোটোকল নিতে আসে তখন তার বিয়ের কেবল ৬ মাস হয়েছে।
প্রেগন্যান্সির শুরুতে তার ওজন ছিল ৫.২ ইঞ্চিতে ৪০ কেজি। প্রথম ৩ মাসে একেবারেই কিছু খেতে পারে নি, ফলে ওজন আরো ২ কেজি কমে যায়।
এই জায়গা থেকেই আমরা কাজ শুরু করি। পরবর্তী ৬ মাসে আমাদের লক্ষ্য ছিল রোগীর ওজন ১৪ কেজি বাড়ানো।
কিন্তু প্রথম ২ মাসে দেখা গেল ওজন মাত্র ২.৫ কেজি বেড়েছে। আবার চেঞ্জ করা হল ডায়েট।
পরের ২ মাসে ওজন বাড়লো ৪ কেজি। এরপর শেষ ২ মাসে আমরা প্যাশেন্টের ওজন ৭ কেজি বাড়াতে সক্ষম হই এবং ৫১.৫ কেজি ওজন নিয়ে ৩৭ সপ্তাহের মাথায় সুমাইয়া ২.৭ কেজি ওজনের একটি ফুটফুটে ছেলে শিশু ন্যাচারাল ডেলিভারির মাধ্যমে প্রসব করে।
সুমাইয়ার ছেলের নাম রাখা হয়েছে মুসা। এখন পর্যন্ত সে সুস্থ ও স্বাভাবিক আছে।
আমাদের ছোট্ট গ্রহে তোমাকে স্বাগতম, মুসা!!

Share
sadia