Top

সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি – ১৭

Sajal’s Diet Falsafa / CMag Baby  / সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি – ১৭

সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি – ১৭

আবারো বাসায় থেকেই ন্যাচারাল ডেলিভারি
৪ ফিট ১১ ইঞ্চি উচ্চতায়, ৫০ কেজি ওজনের আমেনা আপু যখন প্রথম আমাদের কাছে আসেন তখন তিনি প্রেগন্যান্সির প্রথম ট্রাইমিস্টারে ছিলেন। সাধারণত প্রথম ট্রাইমিস্টারে যেসব কমন সমস্যা – গ্যাস, বুক জ্বলা, কিছু খাবার খেতে না পারা, বমি ইত্যাদি থাকে তার সেগুলোই ছিলো, এর সাথে প্রেগন্যান্সির আগে থেকে কোল্ড এলার্জী, সিভিয়ার মাইগ্রেন পেইন, ব্যাক পেইন এবং উইকনেস ছিলো।
যেহেতু উনার ইমিউনিটি লো ছিলো, তাই আপু আমাদের জানান উনি সিম্যাগ প্রটোকলে থাকতে চান।
প্রথমবার ওনাকে আমরা ১৫ ঘন্টা ফাস্টিং এর সাথে ১২০০ ক্যালোরির মডারেট কার্ব এবং লো ফ্যাট এর একটা ডায়েট প্ল্যান দেই। এসময় তাকে বেশ হাই ডোজে ভিটামিন সি ও অন্যান্য ইসেনশিয়াল নিউট্রিয়েন্টস দেওয়া হয়।
৩ মাস পরে ফলো আপে এসে তিনি আমাদের জানান, তার কোল্ড এলার্জী, মাইগ্রেন, ব্যাক পেইন অনেকটাই আল্লাহর রহমতে কমে গিয়েছে। তিনি এখন পর্যন্ত ঘন ঘন মাথা ব্যাথা এবং হাঁচির সমস্যা ফেইস করেন নি।
এবার থার্ড ট্রাইমিস্টারে সেকেন্ড ফলো আপে এসে আপুকে আমরা ১৪ ঘন্টা ফাস্টিং এর সাথে ২১০০ ক্যালোরির লো-কার্ব – হাই ফ্যাট ডায়েট প্ল্যান দেই। এসময় ভিটামিন সি এর ডোজ বাড়িয়ে দেওয়া হয়।
আলহামদুলিল্লাহ এক মাসে আগে আপু ভ্যাজাইনাল ডেলিভারির মাধ্যমে বাসায় তার অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখান। আপু আমাদের জানান তার এপিশিয়েটমি লেগেছিলো কিন্তু খুব দ্রুতই ( ৭ দিন সময়ের মধ্যে) তার সেলাইয়ের জায়গাটা শুকিয়ে গিয়েছিলো, তিনি সেখানে কোন রকম ব্যাথা ফিল করেন নি বা সেলাই যে ছিলো এমন অনুভূতিও পান নি।
জন্মের সময় আপুর বাবুর ওজন ছিলো ২৭০০ গ্রাম। তিনি জানান তার ১ মাস বয়সী বাবু খুব বেশি চঞ্চল ও অ্যাক্টিভ থাকে মাশ আল্লাহ। এই বয়সে এতো চঞ্চল বাচ্চা তিনি আগে দেখেন নি।
আপু আমাদের আরো জানায়, তিনি কিছুটা শংকিত ছিলেন যেহেতু তার উচ্চতা কম ছিলো (৪.১১”) তাই সেফালোপেলভিক ডিজপ্রপোরশানের শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছিল না।
কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে নরমাল ডেলিভারির মাধ্যমে তার এই জার্নিটা শেষ করতে পেরেছেন। এই পুরো সময়ে আপুর ওজন বেশ ভালো ভাবে নিয়ন্ত্রনে ছিলো। তিনি প্রেগন্যান্সিতে ৫০ কেজি দিয়ে শুরু করেছেন, এবং ডেলিভারির আগে পর্যন্ত ৫৪ কেজিতে ছিলেন।
আপু তার এই পুরো জার্নি সফলভাবে শেষ করার কারনে আল্লাহর কাছে শুকরিয়া জানান এবং আমাদের টীমের প্রতি অনেক অনেক বেশি কৃতঙ্গতা প্রকাশ করেন।
ভালো থাকুন আমেনা আপু এবং তার সদ্য জন্ম নেওয়া সিম্যাগ বেবি। আমাদের তরফ থেকেও আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।।।
Share
tanzima