Top

আখলিমা আপুর হাই রিস্ক প্রেগন্যান্সি প্রটোকলে সুস্থ ও জটিলতামুক্ত ডেলিভারি জার্নি

Sajal’s Diet Falsafa / Pregnancy & Postpartum  / আখলিমা আপুর হাই রিস্ক প্রেগন্যান্সি প্রটোকলে সুস্থ ও জটিলতামুক্ত ডেলিভারি জার্নি

আখলিমা আপুর হাই রিস্ক প্রেগন্যান্সি প্রটোকলে সুস্থ ও জটিলতামুক্ত ডেলিভারি জার্নি

২৪ বছর বয়সী আখলিমা আপু এ বছরের জানুয়ারী মাসে আসেন যখন তার প্রেগ্ন্যান্সীর ৯ সপ্তাহ চলছিল। ৫’ উচ্চতায় তার ওজন তখন ছিলো ৪৮ কেজি। খাবারে অরুচি, মাথা ঘোরানো, শরীর ব্যাথা, গ্যাস্ট্রিক, হোয়াইট ডিসচার্জ যাওয়া, আয়রনের অভাব, ঘুম না হওয়া ইত্যাদি অনেক সমস্যাতেই উনি ভুগছিলেন। ন্যাচারাল ডেলিভারির লক্ষ্যে তাকে সি-ম্যাগ প্রোটোকলের আন্ডারে ডায়েটারি ম্যানেজমেন্ট দেয়া হয়।
৩ মাস পরে সেকেন্ড ট্রাইমেস্টার এ আসার পর দেখা গেলো উনার ব্লাড প্রেশার কিছুটা হাই থাকছে, UTI ডেভেলপ করেছে এবং বমি বমি ভাব এর জন্য প্রানীজ প্রোটিন জাতীয় কোনো খাবার উনি খেতে পারেন নি। হিমোগ্লোবিন তখনো মাত্র ১২.৮, ওজনেও আসেনি কোনো পরিবর্তন।
সবশেষে জুন মাসে ৩২ সপ্তাহের সময়ে আসলে দেখা গেলো উনার প্রেশার অতিরিক্ত লো, অন্যান্য মেডিক্যাল প্যারামিটার এরো আশংকাজনক অবস্থা। এসব বিবেচনা করে উনাকে হাই রিস্ক প্রেগ্ন্যান্সী প্রোটোকলে শিফট করা হয় যাতে ন্যাচারাল ডেলিভারি যদি সম্ভব নাও হয়; ডেলিভারি জনিত বিভিন্ন জটিলতা যেমণ- স্টিল বার্থ, প্লাসেন্টাল এব্রাপশান, অতিরিক্ত রক্তক্ষরন ইত্যাদি এড়ানো যায়। লাস্ট এই ম্যানেজমেন্টে তাকে দেয়া হয়েছিলো প্রয়োজনীয় সাপ্লিমেন্ট সহ প্রায় ২১০০ ক্যালোরির একটা ডায়েট প্ল্যান।
৩৬ সপ্তাহের মাথায় কোনো জটিলতা ছাড়াই সি সেকশান এর মাধ্যমে তিনি মেয়ে বাবুর জন্ম দেন আলহামদুলিল্লাহ।
হাই রিস্ক প্রেগ্ন্যান্সীতে মা ও অনাগত শিশুর কোনোরকম জটিলতা ও ক্ষতি ছাড়া ডেলিভারি প্রসেস সম্পন্ন করাই থাকে আমাদের লক্ষ্য। আমরা আখলিমা আপু ও তার বাবুর সার্বিক সুস্থতা কামনা করি।
Share
tanzima