Top

নিউট্রিশনাল ম্যানেজমেন্ট এবং স্পার্ম কাউন্ট ও কোয়ালিটিসহ ফ্যাটি লিভার ও ইনফ্লামেশন থেকে মুক্তি

Sajal’s Diet Falsafa / Men's Sexual Health  / নিউট্রিশনাল ম্যানেজমেন্ট এবং স্পার্ম কাউন্ট ও কোয়ালিটিসহ ফ্যাটি লিভার ও ইনফ্লামেশন থেকে মুক্তি

নিউট্রিশনাল ম্যানেজমেন্ট এবং স্পার্ম কাউন্ট ও কোয়ালিটিসহ ফ্যাটি লিভার ও ইনফ্লামেশন থেকে মুক্তি

সিফাত আর রিনা আমাদেরই ব্যাচমেট, ওদের প্রেম শুরু হয় সেই স্কুল জীবন থেকে। বিশ্ববিদ্যালয়ে উঠে ওরা বিয়ে করে।
একটু একটু করে শেষ হল বিশ্ববিদ্যালয় জীবন, এরপর শুরু হল চাকরিজীবন। এরই মাঝে এগিয়ে চললো সংসার।
কিন্তু সংসারজীবনের ৬ বছরের মাথায়ও যখন কোন সন্তান তাদের হল না, তখন তারা চেষ্টা করতে লাগলো আইইউআই করার, এমন সময়ে বিনামেঘে বজ্রপাতের মতই সামনে চলে এলো এক দু:সংবাদ।
সিফাতের বীর্যে শুক্রানুর পরিমান অতি সামান্য, প্রতি স্যাম্পলে মাত্র ১ মিলিয়ন যেখানে ন্যুণতম স্বাভাবিক শুক্রাণুর পরিমান হওয়া উচিত ৬৫ মিলিয়ন।
সেই সাথে, যে ১ মিলিয়ন শুক্রানু আছে তার ৯৯% ই মৃত বা ত্রুটিপূর্ণ।
বিভিন্ন চিকিৎসা নিয়ে, অর্ধ ডজন ইনফার্্টিলিটি সেন্টার ঘুরে ফল না পেয়ে ওরা এল আমাদের চেম্বারে।
ইনভেস্টিগেশানে ধরা পড়লো গ্রেড টু ফ্যাটি লিভার, ইনফ্ল্যামেশানসহ বেশ কিছু সমস্যা।
এরপর শুরু হল নিউট্রিশনাল ম্যানেজমেন্ট। ৩ মাস পরে স্পার্ম কাউন্ট গিয়ে দাড়ালো ৩৫ মিলিয়নে, স্বাভাবিক স্পার্ম এলো ২৫%, ৬ মাসে সেটা হল ৫৫ মিলিয়ন। ১ বছর ম্যানেজমেন্টের পর স্পার্ম কাউন্ট ৮৫ মিলিয়ন ছাড়িয়ে গেল, এবং এর কিছুদিন পরেই কনসিভ করলো রিনা।
গত বছরের শেষদিকে ওদের ঘর আলো করে এলো ফুটফুটে সন্তান।
সিফাত এবং রিনা দম্পতি স্বচক্ষে দেখেছে, সঠিক নিউট্রিশনাল ম্যানেজমেন্ট কিভাবে বদলে দিতে পারে একটা মানুষের জীবন।
সন্তান দেয়া ও নেয়ার মালিক শুধুই আল্লাহপাক, আমরা শুধু পারি আমাদের জানা উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করে যেতে।
বিয়ের আগে ও পরে সুস্থতাকে গুরুত্ব দিন। ভালোবাসা গুরুত্বপূর্ণ, আর এই ভালোবাসাকে সুন্দর রাখতে হলে চাই সুস্থতা।
Share
tanzima