সিম্যাগ বেবি: সাক্সেস স্টোরি – ০৪
আমার খুব কাছের এক বড় ভাই ইমরান ভাইয়ের কোলে তার সিম্যাগ বাবু।
ভাবীর অনেকগুলো কমপ্লিকেশান ছিল, সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল তাকে প্রেগন্যান্সির আগে ডায়বেটিসমুক্ত রাখা। প্রেগন্যান্সির শুরুতেই যেহেতু স্ট্রং ইনসুলিন রেজিস্ট্যান্স ছিল, শেষ পর্যন্ত তাকে ডায়বেটিস ফ্রি রাখা আবার ৯ কেজির মত ওজন বাড়ানো, বেশ কঠিন ছিল ব্যাপারটা।
আলহামদুলিল্লাহ, ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে প্রেগন্যান্সি শুরু করলেও ডায়বেটিসে আক্রান্ত না হয়েই ভাবী ডেলিভারি করতে পেরেছেন।
মাশা আল্লাহ, বাবুটা খুব সুন্দর পোজ দেয় বাবার সাথে সেলফিতে।