সিম্যাগ শিশু কী?
সিম্যাগ শিশু হচ্ছে সেই শিশু, যার মা গর্ভবতী অবস্থায় সিম্যাগ প্রোটোকলে থাকেন। ভিটামিন সি’র প্রেগন্যান্সি প্রোটোকলটা মূলত তৈরি করেন ড. ফ্রেডরিক ক্লেনার, ১৯৪০ এর দশকে।
ড. ক্লেনার একের পর এক ৩২২ জন গর্ভবতী নারীকে কোন প্রসবকালীন জটিলতা ছাড়াই ভিটামিন সি প্রোটোকলের সাহায্যে সুস্থ, স্বাভাবিক প্রসবে সাহায্য করেন। প্রতিটি ক্ষেত্রেই নবজাতক শিশুরা ছিল স্বাভাবিক শিশুর চেয়ে চঞ্চল, হাসিখুশী এবং তাদের খাওয়ার রুচি ছিল অন্য শিশুদের চেয়ে বেশি। এই প্রোটোকল অনুসরন করে যে শিশুকে পৃথিবীতে আনা হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, হাড় সুগঠিত হয় এবং সর্দি-কাশি-জ্বর বা ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হবার ভয় কম থাকে।
ক্লেনার প্রোটোকলে গর্ভবতী মাকে গর্ভের প্রথম তিন মাস দৈনিক ৫ গ্রাম, দ্বিতীয় তিন মাস দৈনিক ১০ গ্রাম এবং তৃতীয় তিন মাস দৈনিক ১৫ গ্রাম করে ভিটামিন সি খাওয়ানো হয়।
এই প্রোটোকলকে আরো উন্নত করার জন্য এর সাথে আমি ড. ক্যারোলাইন ডিনের ম্যাগনেসিয়াম প্রোটোকল যুক্ত করেছি। পাশাপাশি এতে যোগ করা হয়েছে আরো প্রায় ১২টি নিউট্রিয়েন্টের একটি কম্বিনেশন। ব্যক্তিভেদে কম্বিনেশন পরিবর্তন হতে পারে। এই প্রোটোকলের নাম আমি রেখেছি সিম্যাগ প্রোটোকল।
আমরা দেখতে পাচ্ছি, ডায়েটিশিয়ান ও ডক্টরের কাছে যাওয়া এবং বহু ধরনের সতর্কতা মেনে চলার পরেও এখন মায়েরা স্বাভাবিকভাবে সুস্থ সন্তান জন্ম দিতে পারছেন না। এর নানাবিধ কারন রয়েছে যা এক পোস্টে লিখলে পড়াটা অনেকের জন্যই কঠিন হয়ে যাবে, তাই পেইজে চারটি পোস্টে আলাদা আলাদা ভাবে এটা নিয়ে একটা সিরিজ লেখা হয়েছে।
তো, ন্যাচারাল সেইফ প্রেগন্যান্সির জন্য আমি সবাইকে পরামর্শ দেবো ওপরে যেভাবে দেয়া সেভাবে ভিটামিন সি প্রোটোকল ফলো করতে। ভিটামিন সি পাউডার পেতে যোগাযোগ করতে পারেন Diet Store পেইজে।
আর কনসাল্টেশনের মাধ্যমে সিম্যাগ প্রোটোকল নিতে চাইলে যোগাযোগ করতে পারেন পেইজের ইনবক্সে।
আমার লক্ষ্য, সারাদেশে ন্যাচারাল প্রেগন্যান্সিকে একটা সহজ ও স্বাভাবিক ব্যাপারে পরিনত করা। এলক্ষ্যে আমরা আমাদের @Diet Falsafa:The Natural Health Club গ্রুপেও কাজ করে যাচ্ছি অবিরাম।
মাতৃত্ব হোক সহজ, স্বাভাবিক ও প্রাকৃতিক!!